প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2025 ইং
আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত, ইসকন নিষিদ্ধের দাবি

চট্টগ্রামে আদালতের কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এসব কর্মসূচি থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।
আইনজীবী হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ হয়েছে। সংগঠনের নেতা–কর্মীরা আজ দুপুরে জেলা শহরের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ উপস্থিত ছিলেন। মিছিলটি জেলা শহরের ঘোড়াপট্টি সেতু, টিএ রোড, কালীবাড়ি মোড়, মৌড়াইল, ফারুকী পার্ক রোড, স্টেডিয়াম মার্কেটসহ প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ তৌহিদি জনতা অংশ নেন। কর্মসূচির ব্যানারে ইসকনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে নিষিদ্ধের দাবি জানানো হয়।
সমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’ হেফাজতে ইসলামের মহাসচিব আরও বলেন, ‘আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জনকে হত্যা করা হয়। এই বাংলার মাটিতে প্রকাশ্যে ওই ঘটনার বিচার করতে হবে। হত্যার বিচার হলো ফাঁসি। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলাতে হবে।’
© All Rights Reserved: Nagorik Views